‘কীসের শেষ? এটা তো কেবল শুরু’-চঞ্চল চৌধুরী

রহস্যের বেড়াজালে দর্শককে আটকে রেখে শেষ হওয়া কারাগার-১ ওয়েব সিরিজের সব প্রশ্নের জট খুলবে দ্বিতীয় পর্বে; কিন্তু কারাগার-২ এর ট্রেইলার প্রকাশের পর সেই রহস্য যেন আরও ঘোঁট পাকিয়েছে।

মঙ্গলবার সিরিজটির ট্রেইলারে অভিনেতা চঞ্চল চৌধুরীর কণ্ঠে শোনা যায়, ‘কীসের শেষ? এটা তো কেবল শুরু’। ফলে নতুন পর্বে রহস্যের ভেতর দিয়েই হয়ত যে সব প্রশ্নের উত্তর পাবে দর্শকরা।

প্রথম পর্বে দেখা যায়, একটি কারাগারের প্রায় ৫০ বছর ধরে বন্ধ থাকা ১৪৫ নম্বর সেলে হঠাৎ করে এক বন্দি হাজির। দীর্ঘদিন যে সেল বন্ধ ছিল, যে সেলের তালার সিলগালা করা হয়েছে, চাবি হারিয়ে গেছে, তালা কেটে ভেতরে ঢুকতে হয় খোদ জেল খানার বড় কর্মকর্তাকেই, সেখানে এক কয়েদির আগমন জন্ম দেয় নানা রহস্যের। ইশারা ভাষায় নিজেকে নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালার মীরজাফরের খুনি দাবি করে রহস্য জমিয়ে তোলেন সেই কয়েদি।

পাশাপাশি ২৫০ বছর ধরে বিভিন্ন কারাগারে বন্দি থাকার দাবি করেন। সঙ্গে প্রশ্ন থাকে, আমার সাজা কি শেষ হবে না?
এরপর বড় বড় রহস্য নিয়ে একের পর এক আসতে থাকে নতুন চরিত্র। রহস্যের বেড়াজালে দর্শককে বন্দি করে শেষ হয় কারাগার সিরিজের প্রথম পর্ব। সে সময় দ্বিতীয় পর্বে আরও জমিয়ে তোলার ইঙ্গিত দেন নির্মাতা থেকে শুরু করে হইচই বাংলাদেশের কর্মকর্তারা।

চঞ্চল চৌধুরী বলেন, “কারাগার প্রথম পর্বের যে সাড়া আমরা পেয়েছি তা অভাবনীয়। দর্শকদের প্রতিক্রিয়া ও ভালবাসায় আমাদের পুরো টিম সিক্ত হয়েছে। দ্বিতীয় পর্বে যা দেখানো হবে, ট্রেইলারে তার সামান্যই উঠে এসেছে। আমাকে সম্পূর্ণ ভিন্ন দুইটি রুপে এখানে দেখা যাবে। যদিও বিস্তারিত এখন কিছু বলা যাচ্ছে না। শুধু এটুকু বলতে পারি, যে গল্পের গতিবিধি যেভাবে বিস্তার লাভ করেছে, দর্শক তাতে মুগ্ধ হবে।”

কারাগারের পরিচালক সৈয়দ আহমেদ শাওকী বলেন, “কারাগারে আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে। দেশ-বিদেশের দর্শক যেভাবে কারাগারকে ভালবেসে গ্রহণ করেছে, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে কারাগারের দ্বিতীয় পর্ব দর্শকদের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।”

গত অগাস্টে হইচই অরিজিনাল সিরিজ ‘কারাগার ১’ প্রকাশ পায়। আগামী ২২ ডিসেম্বর এর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে। সিরিজটিতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, বিজরী বরকতুল্লাহ, তানভীন সুইটি, এ কে আজাদ সেতু, নওফেল জিসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img