পোল্যান্ডকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে জার্মানি

গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় পোল্যান্ডকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিয়েছে জার্মানি। সোমবার বার্লিনের প্রতিরক্ষা প্রধান বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে পোল্যান্ডকে ক্ষেপণাস্ত্র বিরোধী প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত জার্মানি।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে। এতে দুইজন নিহতের কথা জানায় দেশটি। হামলায় প্রথমে রাশিয়াকে দায়ী করা হলেও তা থেকে সরে আসে পশ্চিমা দেশগুলো। প্রেসিডেন্ট বাইডেন বলেন, ক্ষেপণাস্ত্রটি হয়তো অসাবধানতাবশত ইউক্রেন থেকে ছোড়া হয়েছে। আর কিয়েভ বলছে, এ ঘটনার জন্য তারা দায়ী নয়।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা পোল্যান্ডকে তার আকাশসীমা সুরক্ষায় সহায়তার প্রস্তাব দিয়েছি।

পোল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র। দেশটিতে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ওয়ারসোর সঙ্গে তদন্ত নেমেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকেও বিস্ফোরণের স্থানে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পোল্যান্ড।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img