বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেট অঙ্গনে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমের জন্মদিন আজ। ১৯৮৮ সালের ৯ মে বগুড়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের আজ ৩৪তম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।
২০০৬ সালে ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। ওয়ানডের আগেই ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।
জাতীয় দলের হয়ে ১৮৪টি ওয়ানডে খেলে ইতিমধ্যে ৪ হাজার ৭১৮ রান করেছেন তিনি। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক রয়েছে ডানহাতি উইকেটকিপার এই ব্যাটসম্যানের।
এখন পর্যন্ত ৬০ টেস্ট খেলে তিন হাজার ৬৩৬ রান করেন মুশফিক। যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি, ১৯টি হাফ সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি এই ব্যাটসম্যানের। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচ খেলে ১০১২ রান করেন এই ক্রিকেট তারকা।