বিশ্বকাপ এনে দিতে পারলে ইংল্যান্ড পাবে ১৩ মিলিয়ন পাউন্ড!

ইংল্যান্ড ফুটবল দল প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। তার পর কেটে গেছে ৫৬টি বছর। এতদিনে বিশ্বকাপ স্মৃতিতে ধুলো জমে একাকার হয়ে গেলেও ব্রিটিশদের বিশ্বকাপের সোনালী ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। গত বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়োশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে। সেই দলটিকেই এবার বিশ্বকাপ জয়ের জন্য বিশাল অঙ্কের লোভনীয় বোনাসের প্রস্তাব দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

ইংল্যান্ড দল যদি এবার কাতার বিশ্বকাপ জয় করে তাহলে পুরো দলকে ১৩ মিলিয়ন পাউন্ড দিয়ে পুরস্কৃত করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা ১৫৯ কোটি ১৩ লাখ ৯৮ হাজার ৭৭০ টাকার মতো। প্রতি খেলোয়াড় পাবেন ৫ লক্ষ করে! যা আবার ফিফার দেওয়া প্রাইজমানির বাইরে।

রবিবার দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য। খেলোয়াড়দের সঙ্গে ইংল্যান্ড ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেটও পাবেন একটি বিশেষ বোনাস। যদি তিনি দ্বিতীয় বিশ্বকাপ এনে দিতে পারেন, তাহলে পাবেন ৩ মিলিয়ন পাউন্ড। যা পুরোপুরি তার চুক্তির বাইরে।

ইংল্যান্ড ‘বি’ গ্রুপে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামীকাল। সন্ধ্যা ৭টায় তাদের প্রথম প্রতিপক্ষ ইরান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img