বিচারপতি গোলাম রাব্বানী ছিলেন উজ্জ্বল নক্ষত্র: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপতি গোলাম রাব্বানী ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। যতদিন বিচার অঙ্গন থাকবে, আইন থাকবে; ততদিন বিচারপতি গোলাম রাব্বানী বেঁচে থাকবেন।

বুধবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি গোলাম রাব্বানীর জানাজার আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি গোলাম রাব্বানী কাজপাগল মানুষ ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তিনি তার রায়ের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।

বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি গোলাম রাব্বানীর জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, সিনিয়র আইনজীবীরাসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।

জানাজা শেষে বিচারপতি গোলাম রাব্বানীর মরদেহে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

গত ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img