‘ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে বাংলাদেশ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।

দেশে শনাক্ত ভারতীয় ধরনে সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত “মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় এ আহবান জানান ওবায়দুল কাদের।

তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে মোকাবেলা করছে। চলমান করোনা দুর্যোগও তার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ।’

তিনি এখনই সকলকে সংযমী হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। গতকালও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিলো, ভারত এখন করোনার তান্ডবে লন্ডভন্ড।’

“অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্বেও ভারত আজ চরম সংকটে অক্সিজেনের জন্য হাহাকার লেগেই আছে। ফুটপাতও এখন শ্মশানঘাটে পরিণত হয়েছে।”

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img