পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় যে দেশকে দোষারোপ করছেন বাইডেন

ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ হামলা ‘হয়তো’ রাশিয়া করতে পারে।

বুধবার প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর বিবিসির, গার্ডিয়ানের।

তিনি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে— রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে মনে হচ্ছে— এটি রাশিয়া থেকে ছোড়া হয়েছে। আমাকে বিষয়টি দেখতে হবে।’

তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী করণীয় কী হবে তা বিশ্বনেতারা ঠিক করবেন বলে মন্তব্য করেন বাইডেন।

তবে হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে রাশিয়া বলছে, রাশিয়া পোল্যান্ডে হামলা করেনি। উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে এমনটি বলা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img