ইউক্রেন ইস্যুতে পুতিনকে ফোন করে চাপ দেবেন ম্যাক্রোঁ

অনতিবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার দাবি উঠছে। এ পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার বালিতে আজ থেকে শুরু হয়েছে গ্রুপ অব জি-২০ শীর্ষ সম্মেলন।

এ সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধ। উন্নত দেশগুলো এ সম্মেলনে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করবে।

রুশ প্রেসিডেন্ট সম্মেলনে অংশ নিচ্ছেন না। তার বদলে সম্মেলনে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। এখানে রুশ নেতার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। সোমবার এক কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপির।

ইউক্রেনে আগ্রাসনের জন্য পুতিনের ‘বিচ্ছিন্নতা’ নিয়ে দুঃখ প্রকাশ করে ওই কর্মকর্তা বলেন, ম্যাক্রোঁ ‘জি-২০-এর পর তাকে ফোন করবেন।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img