চট্টগ্রামের হাসপাতালগুলোতে শুরু হয়ে গেছে করোনাভাইরাসের প্রতিষেধক টিকার সংকট। সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে টিকাদান কর্মসূচি। আর তাই টিকা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছেন দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা গ্রাহকরা।
আজ ৯ মে, রোববার সকালে নগরীর সদরঘাট এলাকায় অবস্থিত সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের সামনে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালে বন্ধ গেইটের বাইরে অবস্থান করছেন টিকা গ্রহণের জন্য আসা শতাধিক মানুষ। এমনকি পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
টিকা নিতে আসা কয়েকজন জানান, শনিবার থেকে টিকা প্রদান কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এসএমএস আসার পরও হাসপাতাল থেকে টিকা দেওয়া হচ্ছে না। আবার টিকা নেই- একথাও বলছে না কর্তৃপক্ষ।
তবে টিকার সংকট নেই দাবি করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, আমাদের টিকা কার্যক্রম চলমান আছে। যাদের টিকার তারিখ ও এসএমএস দেওয়া হয়নি তারাও টিকা নেওয়ার জন্য ভিড় করছে। তাদের টিকা দিতে না চাইলে হাসপাতালের কর্মচারীদের মারধর করছে।
এর আগে গতকাল শনিবারও টিকা না পেয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন দ্বিতীয় ডোজ নিতে আসা আগ্রহীরা।
এন-কে