তানজানিয়ায় বুকোবা অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।
বিবিসি তানজানিয়ার কর্মকর্তাদের বরাতে জানায়, বিমানটিতে ৪৬ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাকুবা বিমানবন্দরের একটি দিকের রানওয়ে চলে গেছে আফ্রিকার সর্ববৃহৎ লেক ভিক্টোরিয়ার তীরের পাশ দিয়ে।
তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি তানজানিয়ার রাজধানী দার ই সালাম থেকে উড্ডয়নের পর অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এরপর এটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, লেকে আছড়ে পড়া বিমানটি প্রায় ডুবে গেছে। শুধুমাত্র বিমানটির সবুজ ও ধূসর রঙের লেজটি দেখা যাচ্ছিল।