শিরোপা উৎসবের রাত গোলে রাঙাল বায়ার্ন

বরুশিয়া মনশেনগ্লাডবাখকের বিপক্ষে মাঠে নামার আগেই সুসংবাদ পায় বায়ার্ন মিউনিখ। টানা নবমবারের মতো জার্মান লিগ বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা। এমন দারুণ দিনটি ঘরের মাঠে গোল উৎসবে রাঙালেন বায়ার্ন তারকারা। হ্যাটট্রিক করলেন রবার্তো লেভানদোভস্কি। গোল পেয়েছেন বাকিরাও। গোল উৎসবের ম্যাচটিতে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ।

গতকাল শনিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় লিগ ম্যাচটিতে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। রবার্তো ছাড়াও গোল করেছেন টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে।

এর আগে প্রথম দেখায় মনশেনগ্লাডবাখের মাঠে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছিল বায়ার্ন।

গতকাল দিনের প্রথম ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগ হেরে যায় বরুশিয়া ডর্টমুন্ডের কাছে। প্রতিপক্ষের মাঠে লাইপজিগ ৩-২ গোলে হারলেই বায়ার্ন মিউনিখের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

এই নিয়ে টানা নবম ও সব মিলিয়ে রেকর্ড ৩১ বার জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ।

গতকাল ম্যাচটিতে দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় বায়ার্ন। দাভিদ আলাবার পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। এরপর ২৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মুলার। পরের মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে স্কোরলাইন ৩-০ করেন কিংসলে কুমান।

৬৫ মিনিটে সফল স্পট কিকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেভানদোভস্কি। এরপর শেষ দিকে ব্যবধান আরও বড় করেন সানে। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img