ইউক্রেনের সঙ্গে তুরস্কের সামরিক সহযোগিতার সম্পর্ক গভীর করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও যোগাযোগের সুযোগ উন্মুক্ত রেখেছেন। এই সম্পর্কের ফলেই গত সপ্তাহে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদশস্য রফতানি অব্যাহত রয়েছে। এমন সময় এসব ভূমিকা রাখছেন এরদোয়ান যখন তিনি আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের ভূমিকা বিস্তৃত করতে চাইছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।
গত কয়েক মাস ধরে তুরস্কের বিখ্যাত অস্ত্র নির্মাতা বায়কার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি নতুন কারখানা স্থাপনের চুক্তি করেছে। এতে করে কোম্পানিটির সশস্ত্র ড্রোন উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ হবে। গত মাসে ইউক্রেনের নৌবাহিনীকে একটি নতুন জাহাজ সরবরাহ করেছে তুরস্ক। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ ও ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কি। মিলজেম ক্লাসের এই জাহাজটি ইউক্রেনীয় নৌবহরের মধ্যে বৃহত্তম। যা কৃষ্ণ সাগরে রুশ আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরছে।