বৃষ্টির কারণে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার খেলা বন্ধ

বিশ্বকাপে পাকিস্তান- দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৯ ওভার খেলা শেষে বৃষ্টি শুরু হয়।

পাকিস্তানের দেয়া ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খায় প্রোটিয়ারা। প্রথম ওভারের শেষ বলে শাহীন আফ্রিদির বলে শূন্য রানে সাজঘরে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা ডি কক। ইনিংসের তৃতীয় ওভারে আবারও আঘাত হানেন আফ্রিদি। এবারের বিশ্বকাপে সেঞ্চুরি করা রাইলি রোশোকে (৭) শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয়ে ফেলে দেন তিনি। আফ্রিকার তৃতীয় উইকেট জুটিতে মাত্র ২৭ বলে ৪৯ রান সংগ্রহ করে পাকিস্তানকে বিপদের ইঙ্গিত দেন অধিনায়ক বাভূমা ও মারক্রাম। তবে ৮ম ওভারের প্রথম বলেই বাভূমাকে ফিরিয়ে দেন শাদাব খান। তৃতীয় বলে আবারও মারক্রামকে নিজের শিকারে পরিণত করলে ম্যাচ পাকিস্তানের দিকে হেলে পড়ে।

৯ ওভারে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৬৯ রান সংগ্রহের পর নামে বৃষ্টি।

বৃষ্টির কারণে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ম্যাচ আর শুরু হতে না পারলে পাকিস্তান ১৬ রানে জিতে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখবে।

এর আগে ইফতেখার ও শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় ইমরান খানের উত্তরসূরীরা।

বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামান ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন। তার বদলে দলে নেওয়া হয়েছে হারিসকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img