পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপে তিন ম্যাচে তার রান সংখ্যা— ০, ৪ ও ৪। বাবরের যাচ্ছেতাই ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
বাবরের এমন ফর্ম নিয়ে টিপ্পনি মেরেছেন ভারতের সাবেক স্পিনার অমিত মিশ্র। তিনি টুইটারে বাবরকে নিয়ে এক বার্তায় লেখেন— ‘এই পরিস্থিতি উতরাতে হবে। দৃঢ় থাক বাবর।’
মূলত ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে যখন রানখরা দেখা দিয়েছিল, তখন এই টুইটটি করেছিলেন বাবর। সেটিই তাকে খোঁচা মেরে মনে করিয়ে দিলেন মিশ্র।
এ বিষয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় চ্যানেল সামা টিভির পক্ষ থেকে। পাকিস্তানের সাবেক এ কিংবদন্তি রীতিমতো মিশ্রকে ধুয়ে দিয়েছেন।
‘যার নাম নিচ্ছেন, অমিত মিশ্র তিনি কি ভারত দলে খেলেছে? তিনি কি বোলার ছিলেন নাকি ব্যাটার।
উপস্থাপক যখন শহিদ আফ্রিদিকে মনে করিয়ে দেন যে, মিশ্র বাঁহাতি স্পিনার ছিলেন। মিশ্র ডেকান চার্জার্সের হয়েও খেলেছেন। আফ্রিদি তখন বলেন, এটা ভাববার কোনো বিষয় নয়।