সমর্থকদের কোনো আশার বাণী না শুনিয়ে অস্ট্রেলিয়ায় গেলেও শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জয় পায় টাইগাররা।
এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে নেট রানরেটে বেশ পিছিয়ে পড়ে বাংলাদেশ।
পরের ম্যাচে শেষ বলের নাটকীয়তায় জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে এখন সেমিফাইনালের স্বপ্ন বুনছে লাল-সবুজের দল।
যদিও সে স্বপ্নের বাস্তবায়নের পথ বেশ কঠিন।
কারণ, সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপের প্রথম তিন রাউন্ড শেষে পাঁচ দলের সামনে সুযোগ আছে শেষ চারে যাওয়ার। একমাত্র নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হয়ে গেছে। টানা তিন ম্যাচ হেরেছে দলটি।
তবে সেমিফাইনাল নিশ্চিতে বাংলাদেশের সমীকরণ পাকিস্তান ও জিম্বাবুয়ের চেয়ে সহজ। নিজেদের বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারালেই সেমির টিকিট কাটা হয়ে যাবে সাকিবদের। আর কোনো কিছুর দিকে অপেক্ষা করতে হবে না। তখন আর নেট রানরেটের দিকে খেয়ালই করতে হবে না বাংলাদেশ।
নেট রান রেট যেমনই থাক, পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠবে তারা।
কিন্তু ভারত ও পাকিস্তান, যে কোনো একটি ম্যাচে হেরে গেলে? তখনই সমীকরণ কঠিন হয়ে যাবে। বাংলাদেশকে তখন তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলো দিকে।
বিষয়টি বুঝতে বর্তমান পয়েন্ট টেবিলের দিকে তাকাতে হবে।