সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক জানালো জাতীয় সংসদ। রবিবার (৩০ অক্টোম্বর) চলতি জাতীয় সংসদের ২০তম অধিবেশনে স্পিকার এ সংক্রান্ত শোকপ্রস্তাব উত্থাপন করলে জাতীয় সংসদ তা সর্বসম্মতক্রমে গ্রহণ করে। পরে এক মিনিট নিরবতা পালন ও মোনজাত করা হয়া। দোয়া পরিচালনা করেন হাফেজ রুহুল আমিন মাদানী।
এর আগে সংসদে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।
সরকারি দলের আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মুহম্মদ ফারুক খান, শাজাহান খান, আ স ম ফিরোজ, স ম রেজাউল করিম, ওয়াসিকা আয়শা খান, জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, আনিসুল ইসলাম মাহমুদ, মসিউর রহমান রাঙ্গা আলোচনায় অংশ নেন।
সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এদিকে চলতি সংসদের সংরক্ষিত আসনের এমপি শেখ এ্যানী রহমানের মৃত্যুতেও শোক জানিয়েছে সংসদ। এ্যানী রহমান মারা যান গত ১১ অক্টোবর। পরে সংসদের অধিবেশন মুলতবি করা হয়। চলতি সংসদের কোন সদস্য মারা গেলে সংসদে শোক প্রস্তাব গ্রহনের পর রেওয়াজ অনুযায়ী মুলতবি করা হয়।
এছাড়াও ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, সাবেক সংসদ সদস্য ও হুইপ অধ্যাপিকা খালেদা খানম, গিয়াস উদ্দিন আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আবুল হাসনাত ও শাহানারা বেগম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলি খান, ভাষাসংগ্রামী, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, দৈনিক বাংলার সম্পাদক বর্ষীয়ান সংবাদিক তোয়াব খান, কিংবদন্তী গীতিকার, চিত্র পরিচালক গাজী মাজাহারুল আনোয়ার, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ চিত্রশিল্পী সমরজিৎ রায়, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যনির্মাতা মাসুম আজিজ এবং কানিজ ফাতেমা আহমেদ এমপি-র মাতা জাকিয়া বেগম খান-এর মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
অন্যদিকে সাম্প্রতিক ঘূর্ণিঝড় সিত্রাং-এ হতাহত, পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণেও সংসদ শোক প্রকাশ করেছে।
ইউআর/