বার্সার স্বপ্নে জল ঢেলে দিলেন নেইমার

২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান নেইমার। তবে প্যারিসে গেলেও প্রতি বছর নেইমারকে ফেরানোর স্বপ্ন দেখেছে বার্সা। আপাতত সেই স্বপ্নে জল ঢেলে দিলেন নেইমার নিজেই। প্যারিসের ক্লাব পিএসজির সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিল সুপারস্টার।

এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে খবরটি জানিয়েছে নেইমারের দল পিএসজি। নতুন চক্তি অনুযায়ী পিএসজিতে তিন কাটি ইউরো বেতন পাবেন ব্রাজিল তারকা।

চুক্তি নবায়নের পর ক্লাবের ওয়েবসাইটে নেইমার বলেন, ‘২০২৫ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি খুশি। সত্যিটা হলো, ক্লাবের প্রকল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। দলটির হয়ে অনেক শিরোপা জিততে চাই, আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো চ্যাম্পিয়ন্স লিগ, সেটা জিততে চাই।’

এর আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছিল, নেইমারের চুক্তি হতে পারে ২০২৬ সাল পর্যন্ত। তবে শেষ পর্যন্ত নেইমারই জানালেন নতুন চুক্তি নিয়ে।

২০১৭ সালের চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকতে পারতেন নেইমার। সেই হিসাবে আরও এক বছর নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে। কিন্তু বার বার নেইমারের দলবদলের গুঞ্জন ওঠার কারণে আগেই চুক্তি সেরে নিয়েছে পিএসজি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img