রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ।
রাশিয়া ও ইরানের মধ্যে সহযোগিতা ‘শুধু ইসরাইলের জন্য নয়, ইউক্রেন, ইউরোপ এবং সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর সমস্যা তৈরি করেছে’ বলে সতর্ক করেছেন তিনি।
রাশিয়ান ভাষার আরটিভিআই চ্যানেলের সঙ্গে এক সাক্ষাত্কারে লাপিদ বলেন, ‘ইরান একটি বিপজ্জনক সন্ত্রাসী রাষ্ট্র এবং রাশিয়া যে এর সঙ্গে ব্যবসা করে তা পুরো বিশ্বকে বিপদে ফেলেছে।’
ইসরাইলি প্রধানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ান বাহিনীর ইরানের তৈরি সামরিক ড্রোন ব্যবহারের সমালোচনা করেছেন। তবে এটিও বলেছেন যে, সিরিয়ায় রাশিয়ার প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে তেল আবিব কিয়েভকে সরাসরি সামরিক সহায়তা দেবে না।
তার মতে, এই দুই দেশের সম্পর্ককে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বসে থাকা যাবে না। এ অবস্থায় নিয়মিত এই সম্পর্কের পর্যায় পর্যালোচনা করতে হবে এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে।
ইউক্রেন পরিস্থিতির বিষয়ে আমেরিকার সঙ্গে তেল আবিবের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী।
এদিকে রাশিয়ার গ্যাস শিল্পকে চাঙ্গা করতে দেশটির কাছে ৪০টি টারবাইন বিক্রির ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি মস্কোর সঙ্গে তেহরানের এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
চলতি বছর ২৬ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর একগুচ্ছ অর্থনৈতিক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে শিল্পপণ্য, কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানি করতে পারছে না রাশিয়া।
ইউআর/