ইউক্রেন ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা রাশিয়ার

ইউক্রেন ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। রবিবার ফোনে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইউক্রেন ইস্যু ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই মন্ত্রী।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হুলুসি আকর তার রুশ সমকক্ষকে ইউক্রেনে একটি যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার ব্যাপারে আঙ্কারার প্রস্তুতির কথা জানিয়েছেন।

হুলুসি আকর বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

দুই প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে একমত হয়েছেন, যে কোনও ধরনের উসকানি এই অঞ্চলের নিরাপত্তাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। ফলে এ ধরনের সংকটের বিষয়ে আঙ্কারা ও মস্কো পরস্পরের মধ্যে সমন্বয় করে কাজ করবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img