রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সক্ষতা বাড়াচ্ছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ কথা বলেন। খবর রয়টার্সের।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে এমন কথা বললেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সবশেষ এই রুশ হামলার পরিসর খুব বিস্তৃত। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউক্রেনের অঞ্চলগুলোতে এ হামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শতভাগ প্রতিহত করার প্রযুক্তিগত সক্ষমতা তাদের নেই।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেশিরভাগ ক্রুজ ক্ষেপণাস্ত্র, বেশিরভাগ ড্রোন ভূপাতিত করতে পেরেছি।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে শনিবারও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের বিদ্যুৎ-ব্যবস্থা। এতে ইউক্রেনের অনেক অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউআর/