রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার হবে ‘মানবতার বিরুদ্ধে শত্রুতা’: জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হুশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে সেটি হবে ‘মানবতার বিরুদ্ধে শত্রুতা’।

শনিবার তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক আস্ফালনকে ‘খুবই বিরক্তিকর’ বলে বর্ণনা করেছেন। খবর এএফপির।

পারমাণবিক বোমা হামলার শিকার দেশটির প্রধানমন্ত্রী কিশিদা বলেন, ‘পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার রাশিয়ার কাজটি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং একেবারেই অগ্রহণযোগ্য।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হামলা হলে যুদ্ধের চেহারা পাল্টে যাবে।

তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করে, তা হলে তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

বাইডেনের এ হুশিয়ারির জবাবে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র সাংবাদিকদের বলেছিলেন— রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন পড়ে দেখুন সেখানে সব লেখা আছে।

পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কিত ডকট্রিনে বলা হয়েছে— রাশিয়া যদি অস্তিত্বের হুমকির মুখে পড়ে কিংবা নিজে ও মিত্র কোনো দেশ হামলার সম্মুখীন হলে রাশিয়ার সামরিক বাহিনী পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img