ইরানের কমান্ডার ও ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞায় সম্মত ইইউ

ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, এমন অভিযোগে এনে তেহরানের তিন সামরিক কমান্ডার ও ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা তেহরানের কর্মকর্তাদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞায় একমত। বৃহস্পতিবার ইইউ’র চেক প্রেসিডেন্সি জানিয়েছে, রাশিয়ায় ইরানের তৈরি ড্রোন সরবরাহ করা হয়েছে এবং ইউক্রেনে হামলায় ব্যবহার করা হয়। এ বিষয়ে ইইউ’র কাছে যথেষ্ট প্রমাণ আছে।

টুইট বার্তায় জানিয়েছে, ইউক্রেনে ড্রোন সরবরাহের জন্য দায়ী তিন ব্যক্তির সম্পত্তি জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে চারটি ইরানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও বৃদ্ধির জন্য প্রস্তুত। ওই প্রতিষ্ঠানগুলোর ওপর আগেও নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

ইরান অবশ্য ড্রোন সরবরাহের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। রাশিয়াকে কোনও অস্ত্রই তারা দেয়নি বলে বিবৃতিতে জানিয়েছে তেহরান।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img