চীনের রাজধানী বেইজিংয়ে চলছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস। এই কংগ্রেসের মাধ্যমে আগামী পাঁচ বছরের নেতৃত্ব ঠিক করা হবে।
চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে ঠিক করা হবে পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির ৭ সদস্যও। এই স্ট্যান্ডিং কমিটি হলো চীনের সবচেয়ে ক্ষমতাধর কমিটি। যারা সব বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বর্তমানে জল্পনা-কল্পনা চলছে কারা কারা জায়গা করে নেবেন এ কমিটিতে। কোনো নারীর স্থান কি হবে এটিতে?
২০১৭ সালে গঠিত কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটিতে কোনো নারী জায়গা পাননি। এমনকি তাদের ইতিহাসেই কোনো নারীর স্থান এ কমিটিতে হয়নি। এবার পাবেন কিনা এ নিয়েও আছে সন্দেহ।
২০১৭ সালে কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেসে অংশ নেওয়া ২ হাজার ২৮০ জন ডেলিগেটদের চার ভাগের মধ্যে প্রায় এক ভাগ ছিলেন নারী। তাও কেউ জায়গা পাননি স্ট্যান্ডিং কমিটিতে।
এবার ২০ তম কংগ্রেসে নারী ডেলিগেটের সংখ্যা ৬১৯। ১৯তম কংগ্রেস থেকে যা ৬৮ জন বেশি। এবারের কংগ্রেসে অংশ নিয়েছেন ২ হাজার ২৯৬ জন ডেলিগেট। মানে প্রায় ২৭ ভাগই হলেন নারী। তাও স্ট্যান্ডিং কমিটিতে কোনো নারীর আসার সম্ভাবনা খুবই কম।
চীনের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে কোনো নারী আসবেন এমন চিন্তাধারা এখনো সেখানে তৈরি হয়নি। যদিও নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছেন।
কিন্তু তবুও এখনো চীনে নারীরা পুরুষদের তুলনায় কম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অনেক ক্ষেত্রে একই যোগ্যতাসম্পন্ন হলেও পুরুষদের তুলনায় কম বেতন পান তারা।
ইউআর/