চীনে সেন্সর ব্যবহার করে প্রতিবাদ দমানোর চেষ্টা

চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু হওয়ার ঠিক আগে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে একজন ব্যক্তিকে বিরল প্রতিবাদ করতে দেখা যায়।

বিভিন্ন ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, রাজধানী বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইদিয়ান এলাকার একটি সেতুতে দুটি বড় ব্যানার ঝুলছে। একটি ব্যানারে লেখা ছিল- কোনো কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। কোনো বিধিনিষেধ নয়, আমরা স্বাধীনতা চাই।

আরেকটি ব্যানারে প্রেসিডেন্ট জি জিনপিংয়ে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করা হয় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।

প্রেসিডেন্ট ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে এমন বিরল প্রতিবাদের পর সেটি দমনে ইন্টারনেটে কঠোর পদক্ষেপ নেয় চীন সরকার। যেন কোনোভাবেই ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি না পৌঁছায় সেজন্য সেন্সর ব্যবহার করা হয়।

ইন্টারনেটে কিছু সার্চ নিষিদ্ধ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন প্রতিবাদটি নিয়ে কোনো আলোচনা না হয় সেজন্য উইচ্যাটের অ্যাকাউন্ট ও গান মুছে ফেলা হয়।

সেই প্রতিবাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর সেগুলো মুছে ফেলতে মাঠে নামে সাইবার কর্মকর্তারা। তাদের প্রচেষ্টায় সেগুলো চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছেও ফেলা হয়। তবে তবুও কোডেড বার্তা ব্যবহার করে অনেকে এটি নিয়ে আলোচনা করেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img