কাতারে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।কূটনীতিক মোহাম্মাদ নজরুল ইসলামকে দেশটিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মো. জসীম উদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পেশাদার কূটনীতিক নজরুল বর্তমানে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি ইথিওপিয়ায় পাশাপাশি সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও আফ্রিকান ইউনিয়নে (এইউ) অনাবাসিক রাষ্ট্রদূতেরও দায়িত্ব পালন করছেন।
বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা আগে রোম, কলকাতা ও জেনেভায় কর্মরত ছিলেন।
ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে এ কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন নজরুল। তিনি ফ্রান্স, নেদারল্যান্ডসে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন।
ইউআর/