পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা সন্দেহ বাইডেনের

গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন না ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিএনএনের জ্যাক টেপার প্রেসিডেন্ট বাইডেনকে জিজ্ঞেস করেন, ইউক্রেনের ওপর পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন এর শঙ্কা কতটা আছে? এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ঠিক আছে, আমি মনে করি না সে (পারমাণবিক অস্ত্র ব্যবহার) করবে।

মঙ্গলবার ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার ব্রাসেলসে বলেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার পর তারা তাদের পারমাণবিক ফোর্সের গতিবিধির মধ্যে কোনো পরিবর্তন দেখেননি।

এদিকে ক্রিমিয়া ব্রিজে হামলার পর রাশিয়া ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সোমবার ও মঙ্গলবার পুরো ইউক্রেনজুড়ে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটে।

সোমবারের হামলার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দেন, যদি রাশিয়ার কোনো স্থাপনার ওপর আর কোনো হামলা হয় তাহলে তিনি আরও কঠোর পদক্ষেপ নেবেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img