জাতিসংঘ সাধারণ পরিষদে সোমবার অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করার ঘটনাকে অবৈধ ঘোষণা করে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়।
এ প্রস্তাবে ১৯৩ সদস্যের এ সংস্থায় নিন্দা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি গোপন করার অনুরোধ জানায় রাশিয়া।
জাতিসংঘ রাশিয়ার এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। রুশবিরোধী এ প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১০৭টি এবং বিপক্ষে পড়েছে ১৩টি। রাশিয়া ও চীনসহ ৩৯ দেশ ভোটদানে বিরত ছিল। খবর আনাদোলুর।
জাতিসংঘে এ নিন্দা প্রস্তাব তোলার ঘণ্টাখানেক পরই কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া।
দফায় দফায় চালানো এ বিমান হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সেরগেই কিসলিৎসিয়া রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন।
ইউআর/