রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের নেতাদের একজোট হতে বলরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউরোপীয় কাউন্সিরের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে শুক্রবার এ আহ্বান জানান তিনি। খবর আনাদোলুর।
রুশ আগ্রাসন রুখতে ইউরোপের নেতাদের ঐক্যবদ্ধ হতে লড়তে বললেন জেলেনস্কি।
জ্বালানি নিয়ে ইউরোপকে যাতে কোনঠাসা করে রাখতে না পারে এ জন্য বিকল্প জ্বালানির চিন্তা করতে বলেন তিনি।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে শুক্রবার ইউরোপীয় নেতারা জ্বালানি খাতে এবং অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন।
জেলেনস্কি এ সভায় বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইউরোপের ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়তে হবে।
ইউআর/