মীরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে তিনটি বসতঘর পুড়ে সাত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাতে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনসুন্দর গ্রামের সফর আলী ঘাট মাঝিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ ঘরে থাকা প্রায় সব পুড়ে ছাই হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির বাসিন্দারা।
অগ্নিকাণ্ডে বাড়ির মুসলিমুর রহমান হোরা মিয়ার পাঁচ ছেলের পরিবার, নবিউল হক ভোলা মিয়ার পরিবার ও মীর হোসেনের পরিবার ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের কয়েকজন জানান, রাতে সফর আলী ঘাট মাঝিবাড়িতে মৃত মুসলিমুর রহমান হোরা মিয়ার বসতঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ওই বাড়ির ৭ পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মিঠাছরা-বামনসুন্দর সড়ক বন্ধ ছিল। সুফিয়ারোড রাস্তার মুখে সেফটি বার দেওয়া ছিল। এ কারণে আমাদের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে।
ইউআর/