দোনবাসের দোনেৎস্কের লাইমান শহরের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইউক্রেনীয় সেনাদের হাতে। আর লাইমান দখল করায় এখন দোনেৎস্কের আরও ভেতরে ঢুকে যেতে পারবে তারা।
যুদ্ধ নিয়ে কাজ করা ইউক্রেনের প্রতিরক্ষাখাতের একটি প্রতিষ্ঠান এমনটি জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্কে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি করার ঠিক পরপরই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরটি পুনর্দখল করে ইউক্রেন।
রুশদের হটিয়ে আরও অঞ্চল দখল করার ব্যাপারে ইউক্রেনের রিজার্ভ কর্ণেল ভিক্টর কেভলাইয়ুক বলেছেন, লাইমানে সাফল্য পাওয়ার কারণে আমরা উত্তর-দক্ষিণ দিকের আরেকটি রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। তার মানে রসদ পরিবহণের দ্বিতীয় রাস্তাও বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে লুহানেস্কের নির্বাসিত গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন, লাইমান শহরের দখল নেওয়ার বিষয়টি রুশদের হাতে পতিত লুহানেস্কও পুনর্দখল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ ব্যাপারে টেলিগ্রামে হাইদাই লিখেছেন, দোনেৎস্কের এই শহরটি স্বাধীন করার বিষয়টি লুহানেস্ককে আরও দখলমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইউআর/