সাব্বিরের যে শট দেখে মুগ্ধ জেমি সিডন্স

একটি বাউন্ডারিসহ ৯ বলে ১২ রান করেন সাব্বির। সঙ্গে আছে ফ্রি হিটে একটি ছক্কা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাব্বির রহমানের ব্যাটিংয়ের খতিয়ান এই।

সাব্বিরের এমন পারফরম্যান্সে খুশি জেমি সিডন্স। তার সেই ছক্কা মুগ্ধ করেছে কোচকে। তার মতে, এক শটেই নিজের সামর্থ্যটা বুঝিয়ে দিয়েছে সাব্বির।

এ দফায় জাতীয় দলে ফেরার তিনটি টি-টোয়েন্টি খেললেন সাব্বির। প্রতিটিতেই ব্যাট করলেন ওপেনিংয়ে, যা তার সহজাত পজিশন নয়। এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আউট হন ৬ বলে ৫ রান করে। সেদিন প্রথম বলেই স্কুপ শটে চার মেরেছিলেন তিনি। তার সেই ৫ রানের ইনিংস থেকে পরে অনেক ইতিবাচক কিছু বের টিম ডিরেক্টর খালেদ মাহমুদসহ দল সংশ্লিষ্ট অনেকে।

এর পর আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হন বাজে শট খেলে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও মঙ্গলবার তিনি আউট হতে পারতেন শূন্য রানে। প্রথম ওভারে যে বাউন্ডারিটি পান, সেটিতে ব্যাটের কানায় লেগে বোল্ড হননি অল্পের জন্য।

এর পর উইকেটে অল্প সময়ের উপস্থিতি, সেখানেও অস্বস্তি ছিল বেশ। তবে ফ্রিহিট পেয়ে তা কাজে লাগান দুর্দান্ত শটে ছক্কা মেরে।

সাব্বিরের সঙ্গে এই দুই ম্যাচে ইনিংস শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিং সহজাত পজিশন নয় তার জন্যও। যদিও বিপিএলে ওপেন করেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট তো ভিন্ন ব্যাপার। মিরাজ তবু সুযোগটা কাজে লাগাচ্ছেন বেশ।

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ওই ম্যাচে মিরাজ করেন ২৬ বলে ৩৮। এর পর আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৪ বলে ১২ করে আউট হলেও দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৪৬ রান করে ম্যাচ সেরা তিনিই।

সিরিজ শেষে জেমি সিডন্সকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের নতুন এ উদ্বোধনী জুটি নিয়ে। মিরাজকে নিয়ে ভালোলাগার কথা বলার পাশাপাশি ব্যাটিং কোচ বললেন সাব্বিরের ওই শটের কথা।

তিনি বলেন, হ্যাঁ (ওপেনিং নিয়ে সন্তুষ্ট)… বিশেষ করে মিরাজকে নিয়ে। সাব্বির এবার ফেরার পর এখনো এই পর্যায়ে পায়ের নিচে জমিন খুঁজে পায়নি। তবে একটি শটেই সে দেখিয়েছে, ব্যাট হাতে কী করতে পারে। এটিই আরও বেশি দেখতে চাইব।

তিনি আরও বলেন, মিরাজের আত্মবিশ্বাস দারুণ। টেস্ট ও ওয়ানডেতে ওকে ভালো করতে দেখেছি, জানতাম ও কী করতে পারে। এখানে ওকে লাইসেন্স দেওয়া হয়েছে টপ অর্ডারে আরও বেশি শট খেলার। সে দারুণ করছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img