চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি করা করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনাভাইরাসের কোনো টিকা এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত পেল। খবর বিবিসির।
চীনা দুটি কোম্পানির তৈরি টিকার কয়েক কোটি ডোজ এরই মধ্যে সেদেশে এবং বিশ্বের ৪৫টি দেশে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে সিনোফার্মের তৈরি দুটি টিকার একটি হল বিবিআইবিপি-করভি (BBIBP-CorV)।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই প্রথম চীনে তৈরি কোনো সংক্রামক রোগের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেল।
বিশ্বের অর্ধশতাধিক দেশ এরই মধ্যে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
এর আগ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।