রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের সঙ্গে ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক কমানোর সিদ্ধান্তে তেহরান কষ্ট পেয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার ইরানের মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ইউক্রেনকে ‘দুই দেশের সম্পর্ক নষ্ট করতে চায় এমন তৃতীয় পক্ষের মাধ্যমে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকার’ পরামর্শ দিয়েছেন বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
ইউক্রেনে হামলায় রুশ বাহিনী ইরানের নির্মিত ড্রোন ব্যবহার করছে দাবি করে কিয়েভে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ইউক্রেন বহিষ্কারের নির্দেশ দেওয়ার পর এই খবর সামনে এলো।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সামরিক কর্তৃপক্ষ এর আগে এক বিবৃতিতে বলেছিল, ওডেসা বন্দরের কাছে সাগরের উপর দিয়ে শাহেদ-১৩৬ মনুষ্যবিহীন বিমানবাহী যানকে গুলি করেছে তারা।
ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ করেছে। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে তেহরান।
ইউআর/