তারাবির নামাজে নাশকতার মামলায় আসামীসহ ২ জামায়াত নেতা গ্রেফতার

নগরীর চান্দগাঁও আবাসিক মসজিদে তারাবীর নামাজে বিশৃংখলা সৃষ্টির মামলায় আলী হায়দার (৩৫) এবং অপর এক মামলায় নূর হোসেন মাস্টার (৫৪) নামে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ৭ মে, শুক্রবার সকালে আলী হায়দারকে পূর্ব ফরিদার পাড়া এলাকা থেকে এবং নূর হোসেন মাষ্টারকে রাহাত্তারপুল আমান আলী মাষ্টারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকা থেকে এ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নূর হোসেনকে আগের দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। তিনি পূর্ব ষোলশহর ওয়ার্ডের জামায়াতের সভাপতি। আলী হায়দার গত ১৫ এপ্রিল চান্দগাঁও আবাসিকের বি-ব্লক জামে মসজিদে তারাবীর নামাজে বিশৃংখলা সৃষ্টির মামলার অন্যতম আসামী। তিনি সাবেক শিবির নেতা বর্তমানে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দিনেরখবরকে জানান, চান্দগাঁও থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।

পরে তাদেরকে পূর্বের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img