স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

মাদারীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২৫ বছর পর গোবিন্দ চন্দ্র পাল (৫৩) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। গোবিন্দ চন্দ্র শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল পালের ছেলে।

মামালার বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রী মিলানী রানী পালকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন গোবিন্দ চন্দ্র। ঘটনার পরদিন শিবচর থানার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পরে থানার আরেক এসআই নাজমুল হক ভুইয়া ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি ২০ জন সাক্ষীর নামসহ গোবিন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মেডিক্যাল কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ হওয়ায় গোবিন্দ চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর থেকে গোবিন্দ চন্দ্র পলাতক। তাকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img