চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় শনিবার দুপুরে আলমডাঙ্গা থানায় মামলা করেন নিহত ইমরানের বাবা আব্দুল জলিল। গ্রেফতার মাসুদ রানা (২৫) গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাদীউজ্জামান বলেন, ‘প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। মামলার বাদী এজাহারে ছয় জনের নাম উল্লেখ করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় আল ইমরানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাত ৯টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আল ইমরান রাজনৈতিক সংগঠনের জড়িত থাকার পাশাপাশি ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
ইউআর/