সিলেটে বিআরটিসি বাসে আগুন

সিলেট-এয়ারপোর্ট সড়কে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) বাসে হঠাৎ আগুন লেগেছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
যদিও শ্রমিক ধর্মঘট চলাকালে বাসে আগুন লাগার ঘটনায় বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে খবরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, বাসের আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন তারা।

বিআরটিসি বাসের চালকের বরাত দিয়ে তিনি বলেন, গাড়ি চালানো অবস্থায় হঠাৎ হেড লাইট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ধোয়া উড়তে থাকায় যাত্রীসহ সবাই গাড়ি থেকে নেমে যান। ধারণা করা হচ্ছে, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বাইরে থেকে কেউ আগুন দেয়নি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img