চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আজ শুক্রবার পবিত্র আখেরী জুমার দিনে আন্দরকিল্লা মোড়ে ফ্রি সবজি বাজার কর্মসূচি শুরু করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কর্মসূচি উদ্বোধন করেছেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো হেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী এই কর্মসুচি পালন করা হচ্ছে।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধন দাশ, ওসমান গণি মানিক, আব্দুল আজিজ, আবু তাহের, মো: মকসুদ আলী, আসিবুল আলম, সাইফুল ইসলাম মামুন, মো: ওমর ফারুক, অধ্যাপক অসিম চক্রবর্তী, মো: সালাউদ্দীন, রুবেল আহমেদ বাবু, ইঞ্জি: আব্দুল্লাহ আল মামুন, সুজয়মান বড়–য়া জিতু, মো: নাছির, ওয়াসিম উদ্দীন, গোলাম হোসেন সুমন, সোহেল খান, আমিনুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মো: জাহাঙ্গীর, তানভীর আহমেদ রিংকু, শহীদুর রহমান শহীদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হেলাল উদ্দীন আহমেদ, সাবেক সদস্য আরিফ মঈনউদ্দীন, যুবলীগ নেতা গোলাম জাবের, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন মাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুর রহমান মঈন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান বারী লাভলু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক এস এম হুমায়ন কবির আজাদ, সহ সম্পাদক ওসমান গনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা শোয়েব উদ্দীন শাওন, আবদুল ওয়াজেদ, আব্দুল্লাহ আল মঈন, মবিনুল হক, সবুজ দাশ, আবু সাঈদ, মো: আমজাদ, অভীক দাশ, মো: ইমন, ফরহাদ, রেজা হাসান কায়েস, আবদুল ওয়াজেদ রিফাত, ইমরান কায়সার তুহিন, মুনতাকিম রহমান চৌধুরী, মনিরুল মোস্তফা, জাহেদুল আলম শাকিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দিন বলেন, মহামারী করোনা কালে দল মতের উর্দ্ধে উঠে সমাজের সকল বিত্তবান মানুষকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
তিনি আরো বলেন, সকলকে সামাজিক দুরত্ব এবং করোনা থেকে বাচতে নিয়মিত হাতধোয়া এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান।