আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দেশে করোনার টিকা নিয়ে কোনো সংকট নেই। খুব দ্রুতই বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
কুষ্টিয়ায় ব্যবসায়ীদের সহযোগিতায় আজ শুক্রবার আরও তিন হাজার কর্মহীন মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি বলেন, ‘করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো এখনও সবাইকে ভ্যাকসিন দিতে পারেনি, সেখানে আমাদের সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মোবাবিলার সফলতা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে।’
‘(দেশে) করোনা টিকা নিয়ে কোনো সংকট নেই। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, খুব দ্রুতই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে’, যোগ করেন মাহবুব উল আলম হানিফ।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রসঙ্গে হানিফ বলেন, ‘মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশবিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া যাচ্ছে। সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’
আজ শুক্রবার সকালে ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামে তিন হাজার কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন মাহবুব উল আলম হানিফ। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে মোট ১১ হাজার মানুষকে এই খাদ্য সহায়তা দেওয়া হবে।