রাশিয়ার কাছ থেকে একের পর এক এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

শনিবার কিয়েভ এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরে প্রবেশ করেছে। রুশ বাহিনী আক্রমণ শুরুর পর কয়েক মাস ধরে এটি তাদের অন্যতম মূল সরবরাহ কেন্দ্র ছিল। কিয়েভ দেশের উত্তর ও দক্ষিণে যুদ্ধক্ষেত্রে সাফল্যের কথাও জানিয়েছে।

ইউক্রেনের বিশেষ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তাদের কর্মকর্তাদের কুপিয়ানস্কে দেখা গেছে। স্বয়ংক্রিয় অস্ত্র বহণকারী সেনাদের একটি সাঁজোয়া যানের চারপাশে জড়ো হতে দেখা গেছে।

একজন আঞ্চলিক কর্মকর্তা পৃথকভাবে পূর্ব ইউক্রেনীয় শহরে ইউক্রেনীয় সেনাদের একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন ‘কুপিয়ানস্ক ইউক্রেন।’

উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে দ্রুত রাশিয়ার সেনাদের বিতাড়িত করছে ইউক্রেনীয় সেনারা। তার ইতোমধ্যে রাশিয়ার সীমান্তের কাছাকাছি চলে গেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ওলেক্সান্ডার শ্তুপুন বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলিতে, ইউক্রেনের এক হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img