নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

পিএসজির নতুন মৌসুমের শুরুটা হয়েছে দুর্দান্ত। শোনা যাচ্ছে, প্যারিস সেন্ট জার্মেইয়ে সময় ভালো যাচ্ছে না দুই বড় তারকা নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপ্পের। বিশেষ করে মপলিয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে দুজনের সরাসরি কথার লড়াই দেখেছে পুরো বিশ্ব।

যে কারণে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে, আগের মতো আর রসায়ন জমছে না এমবাপ্পে-নেইমারের। পিএসজির কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের বেশ কয়েকবারই উড়িয়ে দিয়েছেন এ গুঞ্জন। তিনি বারবারই জানিয়েছেন, নেইমার ও এমবাপ্পের মধ্য সবকিছু স্বাভাবিক রয়েছে।

এবার এ বিষয়ে মুখ খুললেন এমবাপ্পে নিজেই। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে নামার আগে তিনি জানালেন, নেইমারের সঙ্গে সবসময়ই তার সম্পর্ক এমন। কখনো এটি উষ্ণ, আবার কখনো শীতল। তবে একে অপরকে শ্রদ্ধার জায়গায় রাখতে ভোলেন না।

এমবাপ্পে বলেছেন, ‘নেইমারের সঙ্গে এটি আমার ছয় বছর চলছে। আমাদের দুজনের সম্পর্ক সবসময়ই এমন। শ্রদ্ধার জায়গা ঠিক রেখে এটি কখনো উষ্ণ, আবার কখনো শীতল। তার জন্য আমার অনেক শ্রদ্ধা রয়েছে এবং দলে তার প্রভাবও অনেক।’

দুজনের মূল সমস্যার গুঞ্জন শুরু মূলত পেনাল্টি নেওয়াকে ঘিরে। পরে পিএসজির কোচ নিশ্চিত করেছেন দলের এক নম্বর পেনাল্টি টেকার এমবাপ্পে, দ্বিতীয়টি নেবেন নেইমার। তবে মোনাকোর বিপক্ষে ম্যাচে প্রথম পেনাল্টিই নেন নেইমার এবং গোলও করেন।

এবার জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি পেলে কী হবে জানতে চাইলে এমবাপ্পে বলেন, ‘আমি জানি না, দেখা যাবে। আমাদের দেখতে হবে ম্যাচ চলাকালীন কী অবস্থা আছে। আমি প্রথম পেনাল্টি টেকার বলে আমাকেই সব নিতে হবে এমন নয়। সব কিছু নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img