আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
নিজের ভেরিফায়েড ফেসবুকে রোববার অবসরের কথা লেখেন মি. ডিপেন্ডেবল তারকা।
জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের হঠাৎ অবসরের ঘোষণা বিস্মিত করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। একইভাবে বিস্মিত করেছে মুশফিকের সতীর্থদের।
মুশফিকের এই ঘোষণায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাসকিন, রুবেলসহ অনেকা তারকা।
তার হঠাৎ বিদায়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে দীর্ঘদিনের সতীর্থ ও পারিবারিক বন্ধনে আবদ্ধ আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের।
কষ্ট পেয়েছেন জাতীয় দলের আরেক উইকেটকিপার নুরুল হাসান সোহান।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘মাঠে ও মাঠের বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন। টি-টোয়েন্টি থেকে অবসরটা সুখের হোক মুশফিকুর রহিম ভাই। অনাগত দিনগুলোর জন্য রইলো শুভ কামনা।’
ক্রিকেটের খুদে ফরম্যাটে সদ্য সহঅধিনায়কত্ব পাওয়া থেকে আফিফ হোসেনও পোস্ট দিয়েছেন।
সাবেক বাংলাদেশ অধিনায়কের বিদায়ের ক্ষণে শুভকামনা জানিয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন। লিখেছেন, ‘আশা করছি আপনার ভবিষ্যৎ যাত্রাটা আরও সাফল্যমণ্ডিত হবে।’
বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ, মিস্টার ডিপেন্ডেবল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, কিন্তু এটাও সত্য আপনাকে বাংলাদেশ মিস করবে।’ পেসার তাসকিন আহমেদ লিখলেন, ‘টি-টোয়েন্টির কিংবদন্তি মুশফিকুর রহিম, আপনাকে ধন্যবাদ।’
ইউআর/