ডিএনসিসি ভবনের আগুন নিভেছে

রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের ৮ম তলায় লাগা আগুন নেভানো হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৮ মিনিটে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

পরে সকাল ৯ টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আগুন লাগা ভবনটিতে সিটি করপোরেশন দফতর ছাড়াও ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্ট রয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাজি আল ফারুক বাংলানিউজকে বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল আনুমানিক ৭ টা ১০ এর দিকে এ ঘটনা ঘটে। ৮-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, সিলিংয়ের একটি অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এরপর ৮ম তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস আগুনের সঠিক উৎস খুজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত বড় কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img