করোনা সংক্রমণ মোকাবিলায় জরুরি সহায়তার অংশ হিসেবে ভারতে রেমডেসিভির ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার কলকাতায় উপহাইকমিশনার তৌফিক হাসান ভারত সরকারের প্রতিনিধির হাতে ১০ হাজার রেমডেসিভি তুলে দেন।
ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই দেশটিতে নতুন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা উপচে পড়ছে। অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট তীব্র হয়ে দেখা দিয়েছে। এ অবস্থায় ভারতের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার দুই দেশের সীমান্ত বন্দর পেট্রাপোলে ভারতীয় কর্তৃপক্ষের কাছে জরুরি সহায়তার প্রথম চালান হস্তান্তর করেন।