রাশিয়া মঙ্গলবার দাবি করেছে ইউক্রেনে এখনো পরিকল্পনা অনুযায়ী তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে। ইউক্রেন তাদের দক্ষিণ দিকের অঞ্চলগুলোতে পাল্টা আক্রমণ শুরু করার পরও এমন দাবি করেছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
সাংবাদিকদের সঙ্গে নিজের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার কথা বলেন দিমিত্রি পেসকোভ। এ সময় তাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হয়।
জেলেনস্কি সোমবার স্থানীয় সময় রাতে রুশ সেনাদের প্রতি আহ্বান জানান তারা যেন ইউক্রেন ছেড়ে পালিয়ে যান।
এ মন্তব্যের প্রশ্নে দিমিত্রি পেসকোভ বলেন, বিশেষ সামরিক অভিযান অব্যাহত আছে। ধারাক্রমে এ অভিযান চলছে এবং বর্তমান পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে, সব লক্ষ্য পূরণ হবে।
তাছাড়া ইউরোপের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ বা ভ্রমণ ভিসা না দেওয়ার যে পরিকল্পনা ইউরোপের দেশগুলো করছে সে বিষয়ে প্রশ্ন করা হয়।
এ প্রশ্নের জবাবে হুমকির সুরে দিমিত্রি পেসকোভ বলেছেন, এমন ব্যবস্থা নিলে তার জবাব দেওয়া হবে।
ইউআর/