কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শরীরে জ্বর অনুভূত হলে মঙ্গলবার (৪ মে) তিনি করোনা টেস্টের জন্য নমুনা দেন। পরদিন সন্ধ্যায় করোনা পজেটিভ রিপোর্ট আসলে রাতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সাইমুম সরওয়ার কমল জানান, তার শরীরে সামান্য জ্বর আছে, তবে তিনি মোটামুটি সুস্থ আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন।
তিনি কক্সবাজার সদর, শহর, ঈদগাঁও, রামুসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত সুস্থ হয়ে অতীতের মতো করোনা রোগীসহ সবার সেবা করতে পারেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল ২০২০ সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে কখনো হাসপাতালের কোভিড ওয়ার্ডে আবার কখনো করোনা রোগীর বাড়িতে দিয়ে তাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন।
এমনকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর মরদেহ দাফনেও কমল সক্রিয় দায়িত্ব পালন করে আসছেন। এ বছরও করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিলে সাইমুম সরওয়ার কমল অতীতের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থেকে সার্বিক সেবা দিয়ে আসছেন।