আফগানিস্তানের টাকা ৯/১১’র ভুক্তভোগীরা পাবে না: মার্কিন বিচারক

আমেরিকার নিউইয়র্ক শহরের ম্যানহাটন আদালতের একজন বিচারক বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার ভুক্তভোগী পরিবারগুলো আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের আটক করা সম্পদ ব্যবহার করতে পারে না।

এটি শুধু মার্কিন প্রেসিডেন্ট ব্যবহার করতে পারেন। বিচারক সারা নেটবার্ন বলেন, তালেবান হামলার ভুক্তভোগী পরিবারগুলো বহু বছর ধরে ন্যায়বিচার, জবাবদিহি এবং ক্ষতিপূরণের জন্য লড়াই করছে। খবর আল-জাজিরার।

কিন্তু তারা কোনোভাবেই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহার করতে পারে না। আইনেও তার সীমাবদ্ধতা আরোপ করা আছে।

বিচারক আরও বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে।

নাইন ইলেভেন হামলার ভিকটিম পরিবারগুলো কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে।

সন্ত্রাসীগাষ্ঠী আল-কায়েদার বিরুদ্ধে পরিবারগুলো আদালতকে ব্যবহার করে ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নিতে চায়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img