সিরিয়ার পূর্বে চালানো মার্কিন বিমান হামলা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর জন্য একটা বার্তা ছিল বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর- পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা আন্ডার সেক্রেটারি কলিন কাহল সাংবাদিকদের বলেন, ইরানের আধা সামারিক বিপ্লবী গার্ড সমর্থিত স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটি প্রমাণ করে যে ইরান এবং ইরানসমর্থিত আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষায় দ্বিধা করবে না।
পেন্টাগন আরও বলছে, মার্কিন সেনারা অভিযানে সময় তারা ১০টি রকেট উৎক্ষেপণ অস্ত্র ধ্বংস করে দেয়। পূর্ব-সিরিয়ায় একটি গোলাবারুদের ডিপো ও ইরানের বিপ্লবী গার্ড কোরের সঙ্গে যুক্ত গ্রুপগুলোর ব্যবহৃত অন্যান্য স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়।
সিরিয়ার আল-তানফ গ্যারিসে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবেই অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ার দেইর এল-জোরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় যুক্তরাষ্ট্রের এক সদস্য আহত হন। এর জেরে মার্কিন বিমান হামলায় চার সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। পাশাপাশি সাতটি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নানি এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেন, সিরিয়ার বেসামরিক স্থাপনা এবং লোকজনকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততার বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেন তিনি।
ইউআর/