ইউক্রেনে ফের দূতাবাস খুললো আয়ারল্যান্ড

রুশ আগ্রাসনের কারণে বন্ধ হয়ে যাওয়া কিয়েভে নিযুক্ত আয়ারল্যান্ডের দূতাবাস ফের চালু হয়েছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০২১ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এই কূটনৈতিক মিশন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে কিয়েভের মূল দফতর গুটিয়ে নিয়ে দূর থেকে দূতাবাসটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি পুনরায় দূতাবাস খোলাকে ইউক্রেনের প্রতি সংহতি ও সমর্থনের প্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন।

এর আগে যুদ্ধাবস্থাকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থানান্তরের পর গত এপ্রিলে ফের কিয়েভে ফিরে ইউক্রেনে নিযুক্ত তুরস্কের দূতাবাস।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img