সামরিক কারখানায় অনুপ্রবেশের চেষ্টার দায়ে আলবেনিয়ায় তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন রুশ এবং অন্যজন ইউক্রেনীয় নাগরিক। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির একটি সামরিক প্ল্যান্টে প্রবেশের চেষ্টাকারী দুই রুশ এবং একজন ইউক্রেনীয়কে থামানোর চেষ্টাকালে তাদের দুই সেনাসদস্য আহত হয়েছে। আহত সেনাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, ওই ব্যক্তিরা গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ২৪ বছরের একজন রুশ নাগরিক কারখানা এলাকায় ঢুকে ছবি তোলার চেষ্টা করছিল। এক পর্যায়ে প্রহরীদের বাধার মুখে পড়লে সে পালানোর চেষ্টা করে। এ সময় সে সেনাদের ওপর এক ধরণের স্প্রে ব্যবহার করে।
বাকি দুই জনের মধ্যে ৩৩ বছরের একজন রুশ নারী এবং ২৫ বছরের একজন ইউক্রেনীয় পুরুষ রয়েছেন।
উল্লেখ্য, গ্রীষ্মের ছুটিতে বহু রুশ ও ইউক্রেনীয় পর্যটক আলবেনিয়া সফরে যান। সৈকত থেকে গ্রামশ সামরিক ঘাঁটির দূরত্ব ৭০ কিলোমিটারেরও বেশি।
ইউআর/